পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্যের ডিজিটালাইজেশনে ই-কমার্সের ভূমিকা নিয়ে সেমিনার করেছে ই-ক্যাবের বিজনেস টু ই-বিজনেস ফোরাম ও জেসিআই ঢাকা হেরিটেজ।
গত শনিবার পুরান ঢাকার ওয়ারিতে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজনেস টু ই-বিজনেস ফোরামের সভাপতি রেজওয়ানা খান।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, পুরান ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাই বুঝিয়ে দেয় এ অঞ্চলে ডিজিটালাইজেশন কতটা গুরুত্বপূর্ণ। এ সময় তিনি পুরান ঢাকার সব বিজনেস নিয়ে একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরির পরামর্শ দেন।
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল জানান, ২০২১ সালের মধ্যে ১ লাখ উদ্যোক্তা ডিজিটালাইজ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ই-ক্যাব শিগগির চালু করছে ই-ক্যাব বিজনেস সাপোর্ট সেন্টার। যেখান থেকে উদ্যোক্তাদের ইনকিউবেশন, লিগ্যাল সাপোর্ট, ডিজিটাল এডুকেশন সহ নানাবিধ সাহায্য প্রদান করা হবে।
সেমিনারের আয়োজক জেসিআই ঢাকা হেরিটেজের সভাপতি এ ধরনের আয়োজন নিয়মিত করে পুরান ঢাকার ব্যবসায়ীদের আধুনিকায়নের জন্য সরকার এবং ব্যবসায়ী অ্যাসোসিয়েশনগুলোকে আহ্বান জানান।
আয়োজনের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের একমাত্র আইকান ডোমেইন রেজিস্ট্রার রেজিস্ট্রো, সহযোগিতায় ছিল ই-ক্যাব, আইম্যাশ, ইনোভেডিয়াস, ক্লাউড বেঞ্জ এবং স্টার কম্পিউটার সিস্টেমস।
জেসিআই ঢাকা হেরিটেজের সভাপতি আসিফ আহনাফের সঞ্চালনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর ই-কমার্স প্রধান রেজওয়ানুল হক জামি, ভাইয়া ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন, জেসিআই বাংলাদেশের লিগ্যাল কাউন্সিল মীর শাহেদ আলী, পান্ডুঘর গ্রুপের ডিজিএম এস এম আহবাবুর রহমান, আবিষ্কার বাংলাদেশের ইনভেস্টমেন্ট ম্যানেজার নাজমুল করিম এবং ইনোভেডিয়াস এর হেড অব অপারেশন খান মো. নকিব স্বাধীন।
বিডি প্রতিদিন/ফারজানা