আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর টাউনহল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. মোল্লা মো. আবু কাওসার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল হাই বাবলু প্রমূখ।
সম্মেলনে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে জহিরুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক পদে সাদেকুর রহমান পিয়াসের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. মোল্লা মো. আবু কাওসার।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ ডিসেম্বর কুমিল্লা টাউন হলে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভার মধ্য দিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন