চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টার সময় কমান্ডো অপারেশনে নিহত পলাশের মরদেহ প্রত্যক্ষভাবে শনাক্ত করার জন্য তার বাবাকে চট্টগ্রামে নেয়া হচ্ছে।
সোমবার রাত পৌনে ৯টায় চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে পলাশদের বাড়িতে এসে তার বাবা পিয়ার জাহান সরদারকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের উদ্দেশে রওনা হয়েছে।
সোনারগাঁ থানার (ওসি) মনিরুজ্জামান জানান, রবিবার দিনগত রাতে সংবাদ মাধ্যম পলাশের ছবি দেখে প্রাথমিকভাবে পিয়ার জাহান সরদার ছেলের লাশ বলে পুলিশ প্রশাসনকে নিশ্চিত করেছেন। সোমবার লাশের ময়নাতদন্ত শেষে সরাসরি শনাক্ত করতে পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। নিহত যুবক পলাশ তার একমাত্র ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (মিডিয়া) সাজ্জাদ রুমন জানান, পতেঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন লাশ প্রত্যক্ষভাবে শনাক্ত করার জন্য পলাশের বাবাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের উদ্দেশে রওনা হয়েছেন।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত