রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ অবস্থায় মারা গেলেন আরও একজন। মৃতের নাম আনোয়ার হোসেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
সোমবার (২৫ ফ্রেরুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ার হোসনের মৃত্যুতে চকবাজারের অগ্নিকাণ্ডে মোট মৃত্যের সংখ্যা দাড়ালো ৬৮ জনে।
ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টা ১৫ মিনিটের দিকে আনোয়ার হোসেন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের ছেলে হৃদয় জানান, অগ্নিকাণ্ডের সময় চুড়িহাট্টার নন্দকুমার দত্ত সড়ক দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন তিনি। আর তখনই তিনি দগ্ধ হন।
আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তবে বর্তমানে স্ত্রী হাজেরা, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর ছাপড়া মসজিদ এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর