পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রিকশাচালক আনোয়ার হোসেনের পর সোহাগ নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন। তিনি জানান, রাত আড়াইটার দিকে আনোয়ার হোসেন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তার অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব