রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক নারী ও বাস চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর মহিষবাথান ও গোদাগাড়ীতে এ দু'টি ঘটনা ঘটে। নিহতরা হলেন সেলিনা বেগম (৫৫) ও লোকমান আলী (৫৫)।
রাজশাহী পশ্চিম রেলওয়ের থানা জিআরপির অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইকবাল জানান, মহিষবাথান উত্তরপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম নিহত হন। তিনি রেললাইনের পাশের বস্তিতে বসবাস করতেন।
এদিকে, রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঢাকা কোচের চাকায় পিষ্ট হয়ে লোকমান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সিঅ্যান্ডবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত লোকমান বাড়ি থেকে ক্ষেতে যাওয়ার জন্য বের হয়ে সাইকলে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস লোকমানকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ