রাজশাহী মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকার ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে এ কাজ পরিদর্শনে যান মেয়র। নির্মাণ করা ড্রেনের উপর হাতুড়ি এবং হাম্বল মেরে কাজের মান দেখেন মেয়র।
জানা গেছে, নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান বাসস্ট্যান্ড ও শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় ড্রেন নির্মাণ করছে রাজশাহী সিটি করপোরেশন। মঙ্গলবার দুপুরে ড্রেনেজ কাজ পরিদর্শন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে মেয়র নির্মাণ করা ড্রেনের উপর হাতুড়ি এবং হাম্বল মেরে কাজের মান দেখেন। এছাড়া কাজের গুণগত মান ও অগ্রগতির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ