একুশে পদকপ্রাপ্ত বরিশালের বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনকে (৮৮) শেষ শ্রদ্ধা জানানোর পর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় নিখিল সেনের মরদেহ। সেখানে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিখিল সেনের মরদেহে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তার মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় প্রেসক্লাব চত্ত্বরে। প্রেসক্লাব সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর কাউনিয়া মহাশ্মশানে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে দির্ঘদিন ধরে বয়সজনিত নানা রোগে ভোগার পর গত সোমবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বরিশালের সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ ছেলে এবং ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১৯৩১ সালের ১৬ এপ্রিল বরিশালের কলস গ্রামে জন্মগ্রহণ করেন নিখিল সেন। সিরাজের স্বপ্ন নাটকে সিরাজ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নাট্যজীবন শুরু করেন তিনি। এরপর তিনি অনেক নাটকে অভিনয় করেন। নিজেই দিক নির্দেশনা দিয়েছেন ২৮টি নাটকে। নিখিল সেন কমিউনিস্ট আন্দোলনসহ মুক্তিযুদ্ধেও সক্রিয় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল