খুলনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে ভর্তির নামে শিশুদের উপর মনস্তাত্ত্বিক নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন নাগরিক সংগঠন। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।
এতে বলা হয়, উপযুক্ত পরিবেশ ও সহযোগিতার অভাবে শিশুদের মেধা বিকাশের তারতম্য ঘটে। সরকারের প্রাথমিক শিক্ষা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হলেও খুলনায় সরকারি মাধ্যমিক স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি নেওয়া হয়। যা’ বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে অসংঙ্গতিপূর্ণ। এছাড়া ভর্তি কোচিং এর নামে চলছে কোচিং বাণিজ্য। এতে শিশুর ওপর চাপ বাড়ছে ও তাদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হচ্ছে। এ কারণে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করা আবশ্যক।
জনউদ্যোগ, খুলনার আহবানে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, এস এম সোহরাব হোসেন, আসাদুজ্জামান আসাদ, শেখ আব্দুল হালিম, আইনুল হক, মো. আরিফুর রহমান, দীপক কুমার দে, মহেন্দ্র নাথ সেন।
বিডি প্রতিদিন/হিমেল