রিকশাচালককে মারধরের হাত থেকে রক্ষা করায় সাংবাদিক ফারজানা প্রিয়দর্শিনী আফরিন দম্পতিকে হুমকি, আসদাচরণ ও অশ্লীল ভাষা প্রয়োগ করায় ফেনী-৩ আসনের (দাগনভূঞা-সোনাগাজী) সাবেক এমপি রহিম উল্লাহর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নিউমার্কেট থানায় এই জিডি করেন ফারজানা আফরিন। তিনি বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির সাংবাদিক।
জানা যায়, গত বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজেকে বর্তমান সংসদ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এক রিকশাচালককে মারধর করতে থাকেন সাবেক এমপি রহিম উল্লাহ। এসময় ওই রিকশাচালককে বাঁচাতে এগিয়ে আসেন ওই রিকশার আরোহী সাংবাদিক ফারজানা আফরিন দম্পতি। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক ওই এমপি নিজেকে বর্তমান সংসদ সদস্য পরিচয় দিয়ে এই সাংবাদিক দম্পতিকে হুমকি দেন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করেন।
এই ঘটনার প্রেক্ষিতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নিউ মার্কেট থানায় জিডি করেন সাংবাদিক ফারজানা প্রিয়দর্শিনী আফরিন। জিডি নম্বর-১৫৬৯। এই জিডির প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে শুরু করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম