রাজধানীর হাতিরঝিলের একটি ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবকের পরিচয় সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানা যায়নি।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা খবর পেয়ে লাশটি যুবকের লাশটি উদ্ধার করে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। লাশটি বর্তমানে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল ব্রিজের ওপর পুলিশের পাহারায় রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর