গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তার সখিনা বেগম (৩১) বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে টঙ্গী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সখিনা বগুড়ার ধুপচাঁচিয়া থানার তুলুকবাজার এলাকার আব্দুল সাত্তারের মেয়ে। তিনি টঙ্গী এলাকায় একটি বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম