ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের দায়ে আটক যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী জামিন পেয়েছেন।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তার বৈধ পিস্তলের লাইসেন্সের তথ্যটি পর্যালোচনা করে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এর আগে, মঙ্গলবার ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মেহেদী মাসুদ চৌধুরীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার আইনজীবী আমিনুল ইসলাম জামিনের আবেদন করেন। একই সঙ্গে তার বৈধ অস্ত্রের লাইসেন্স আদালতে উপস্থাপন করা হয়।
আদালতে বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলম মিয়া গণমাধ্যমকে জামিন পাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল সোমবার তাকে আটক এভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৯/মাহবুব