‘বরিশালে ট্রাফিক আইন, সড়কের শৃংখলা ও রিক্সা চালকদের করনীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বরিশাল মহানগর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতা মো. জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক আ. রহিম, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বুলবুল, জেলা বাসদের আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এবং জেলা নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম মাস্টার প্রমুখ।
আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে নানা দিকনির্দেশনা দেন অতিথিরা। একই সাথে সড়কে দুর্ঘটনা ও বিচ্ছৃংখলা রোধে নানা পরামর্শ দেওয়া হয় রিক্সা চালকদের।
বিডি প্রতিদিন/হিমেল