ঢাকা শহরের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে লেখা রয়েছে কিছু শপথের কথা। যেখানে বলা হচ্ছে দুর্নীতি, ইভটিজিং, মাদকসহ এমন অনেক সামাজিক সমস্যার বিপক্ষে শপথ নেওয়ার কথা।
প্রতিটি শপথের সাথেই “আমার শপথ” কথাটি যুক্ত। কে বা কারা এমন শপথ নিচ্ছে এখনো জানা যায় নি। কিন্তু স্বাধীনতার মাসে এ ধরণের শপথগুলো বেশ নাড়া দিয়েছে সবাইকে। যার ফলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে প্রচুর।
সাধারণ মানুষ খুব আগ্রহ নিয়ে দেখছে দেয়ালে লেখা শপথগুলো। ব্যস্ত সময়ের এ যুগে এ ধরণের ভিন্নধর্মী একটি উদ্যোগ আসলেই ছুঁয়ে গেছে সর্বস্তুরের মানুষের মন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর