বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের প্রতিবাদে রাজধানীর মিরপুর-নিউমার্কেট সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টার দিকে সড়কের সায়েন্স ল্যাব ও ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।
‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
এ সময় অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ পরিবহন পারাপারে শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা যায়।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পাশেই অবস্থান নিয়েছে অতিরিক্ত পুলিশ ।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/কালাম