এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে খুলনা জেলা এগিয়ে রয়েছে। এবার যশোর বোর্ডেরপাসের ৯০.৮৮ শতাংশ ও খুলনা জেলায় পাসের হার ৯৪.৩৫ শতাংশ। ফলাফলে দ্বিতীয় অবস্থানে থাকা বাগেরহাট জেলায় পাসের হার ৯৩.৯৪ শতাংশ।
সোমবার বেলা ১১টায় যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে মোট ১ লাখ ৮২ হাজার ৩১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। ফলাফলে পাসের হারের তৃতীয় অবস্থানে থাকা সাতক্ষীরা জেলার পাসের হার ৯৩.৫৪ শতাংশ। এছাড়া মাগুরা জেলায় ৯১.৯৮ শতাংশ, যশোরে ৯০.৫৫ শতাংশ, মেহেরপুরে ৯০.২৭ শতাংশ, চুয়াডাঙ্গায় ৮৯.৬৮ শতাংশ ও ঝিনাইদহে ৮৯.৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ফলাফলে নীচের সারিতে রয়েছে কুষ্টিয়া জেলা। এখানে শিক্ষার্থী পাস করেছে ৮৭.৯৮ শতাংশ।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৯/মাহবুব