একদিন নিখোঁজ থাকার পর খুলনার ফুলতলায় আরাফাত হোসেন (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে উপজেলার খানজাহানপুর গ্রামে ভৈরব নদের তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মো. সাহারুজ্জামানের ছেলে।
জমি জমা সংক্রান্ত বিবাদে তাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নদে ভাটার সময় পানি নেমে গেলে ওই শিশুটির লাশ ভেসে উঠে। এরপর খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এর আগে রবিবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৯/মাহবুব