রংপুরে এবার এসএসসিতে ৮৫.২২ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪শ' ৩৫ শিক্ষার্থী। সোমবার দুপুরে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর উল্লাস করে শিক্ষার্থীরা।
এ প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ। ৪শ' ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩শ' ৭৬ জন। রংপুর জেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৬ হাজার ৯ জন পরীক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে ৩০ হাজার ৬শ' ৮৭ জন। জেলায় জিপিএ ৫ অর্জন করেছে দুই হাজার ৪শ' ৩৫ জন।
বিডি প্রতিদিন/হিমেল