বরিশালে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ চত্ত্বর থেকে র্যালিটি বের হয়।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। র্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। র্যালিতে বাংলাদেশ ইমাম সমিতি বরিশাল শাখার সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে অশ্বিনী কুমার হলের সামনে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক মো. নিজাম উদ্দিন এবং উপ-পরিচালক কৃষিবিদ আনিসুজ্জামান।
বিডি প্রতিদিন/হিমেল