বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী মিলি ইসলামকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক পুলিন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এই দাবি সোমবার বেলা ১২টায় বিএম কলেজের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী রেজবী আহম্মেদ রাজা রাড়ি, খায়রুল হাসান সৈকত, সুমন বড়ুয়া, তাসফিয়া নওরীন, মন্দিরা পাত্র, মারুফ হাসান এবং শিক্ষক রফিকুল ইসলাম ও মনোজ হালদার প্রমুখ।
বক্তারা মিলি ইসলামকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক পুলিশ সরকারের কঠোর শাস্তি দাবি করেন।
গত ৩ মে নগরীর কাশীপুর ফিশারী রোডের ভাড়া বাসায় মিলি ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সহপাঠী এবং স্বজনদের অভিযোগ, মিলি ইসলামের বড় বোন নুরুন্নেছা নুপুরের বড় মেয়েকে প্রাইভেট পড়াত শিক্ষক পুলিন সরকার। এই সুবাদে মিলির সাথে শিক্ষক পুলিন সরকারের ঘনিষ্ঠতা এবং অনৈতিক সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে পথের কাটা ভেবে কাশীপুর ফিশারী রোডে বাসা ভাড়া করে মিলিকে ওই বাসায় নিয়ে পরিকল্পিতভাবে মিলিকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ওড়নার পেচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। ঝুলন্ত অবস্থায় মিলির পা ঘরের মেঝেতে ঠেকানো এবং ঘরের দরজাও খোলা ছিলো বলে জানিয়েছেন সহপাঠী ও স্বজনরা। পরদিন ৪ মে সকালে মিলির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নগরীর বিমান বন্দর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন মিলির মামা মো. সাইফুল ইসলাম।
তবে নগরীর বিমান বন্দর থানা পুলিশ বলছে মিলির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল