কুমিল্লায় পেয়াজ-চিনিসহ বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই জরিমানা করেন।
সোমবার জেলার শাসনগাছা ও বাদশা মিয়ার বাজার এলাকায় সাতটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, রাস্তার ওপর খেজুর রেখে বিক্রয়ের অভিযোগে মেসার্স ফয়সাল স্টোরকে ১ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স ইন্দ্রালয় স্টোরকে ৩ হাজার টাকা, ক্রয় ভাউচার যাচাই করে অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রয় করায় শফিক স্টোরকে ২ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে চিনি বিক্রয় করায় আল মদিনা স্টোরকে ২ হাজার টাকা, একই অভিযোগে মাইশা ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, ভাই ভাই গোস্ত বিতানকে ১ হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে প্রতারিত করায় হাজী বিরিয়ানি হাউজকে ৩ হাজার টাকাসহ মোট সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এখন থেকে প্রতিটি পণ্যের ক্রয় ভাউচার সঙ্গে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। ক্রয় ভাউচার সংরক্ষণ ব্যতীত ইচ্ছামাফিক দাম বাড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাবধান করা হয়। রমজানে শুক্রবারসহ প্রতিদিন এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন