জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেছেন, বিএনপি এখন আর আপোষহীন দল নয়। যারা বর্তমান সরকার ও সংসদকে অবৈধ বলে দাবি করে তারাই শপথ নিয়ে এ সরকারকে বৈধতা দিয়েছেন। তাদের আপোষের রাজনীতির জন্য বিএনপির নেতাকর্মীরা দল ত্যাগের আভাস দিচ্ছেন। অহিংস রাজনীতির জন্য জাপার দরজা সব সময় খোলা।
সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে বনানী থানা যুব সংহতির উদ্যোগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয় বলেন, বেগম জিয়া ১৯৯২ সালে বাংলা একাডেমির এক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন, এরশাদের পার্টির কাউকে আমাদের দলে নেয়া হবে না। কিন্তু আমরা বলবো না এতিমের টাকা আত্মসাৎকারী দলের কোনো নেতাকর্মীকে আমরা নিবো না। কারণ, জাতীয় পার্টিই সত্যিকারের জাতীয়তাবাদী চেতনা ও ইসলামী মূল্যবোধের আধুনিক একটি গণতান্ত্রিক পার্টি।
জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নুর জামাল, ওলিউর রহমান, নুরুল ইসলাম, বাবুল আকতার, বজলুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/০৬ মে ২০১৯/আরাফাত