একুশে পদক প্রাপ্ত বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয় স্বজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, ৪ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুবীর নন্দী আমাদের সংগীত জগতে দারুন সব গানে শ্রোতা হৃদয়ে আলাদা স্থান দখল করেছেন। তার অসাধারণ সব গান গানের ভুবনকে দারুন সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে অপুরণীয় ক্ষতি হলো সংগীত জগতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন