নারায়ণগঞ্জে একটি অস্ত্র মামলার রায়ে তিন যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গঙ্গানগর এলাকার রহমত আলী ছেলে হানিফ, রামনগর গ্রামের সাবেদ আলীর ছেলে সাহাবুদ্দিন ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার মোল্লা কান্দি গ্রামের আলী হোসেনের ছেলে মাসুদ রানা।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে শুধু সাহাবুদ্দিন পলাতক ছিলেন। বাকী দু’জন উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ১৯৯৯ সালের ১১ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় এলাকা থেকে ৭ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল ও একটি চাপাতিসহ ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেছেন। আসামিদের মধ্যে একজন জামিন নিয়ে পলাতক।
বিডি প্রতিদিন/ফারজানা