রাজধানীর পশ্চিম মালিবাগ এলাকার একটি বাসা থেকে এস এম সালমান ইমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ১১টার দিকে মালিবাগের বাসা থেকে ইমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
প্রতিবেশীরা জানায়, বাড়ির মালিক মৃত রশিদ এর একমাত্র ছেলে সালমান। অসুস্থ মাকে নিয়ে এবং দুই বোন ও এক বোন জামাতা মিলে ওই বাড়ির তৃতীয় তলায় থাকতেন। তবে গত দুইদিন আগে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হয়, এরপর থেকেই সালমানকে দেখেননি তারা।
প্রাথমিকভাবে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আর এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সালমানের বোন ও বোনজামাতা এবং কেয়ারটেকারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।
বিডি প্রতিদিন/হিমেল