কুমিল্লায় বিবির বাজার স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলী দাস। এই স্থলবন্দরটিকে গুরুত্বপূর্ণ বন্দর উল্লেখ করে তিনি জানান, তিনি নতুন এসেছেন। তাই স্থলবন্দরগুলো ঘুরে ঘুরে দেখছেন।
এখানে তিনি ল্যান্ড ফোর্ট অপারেটরস কর্মকর্তা, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট এসোসিয়েশন ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা আমদানি রপ্তানির বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। হাইকমিশনার সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মত বিনিময়কালে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, ল্যান্ড ফোর্ট অপারেটস এর সিইও মো. কবিরুজ্জামান, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট এসোসিয়েশান ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি নির্মল পাল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল