বরিশালে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খেজুর, কোমল পানীয় এবং লবন মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টায় নগরীর বটতলা বাজারে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত এই অর্থ দণ্ড দেন।
রজমানে ভেজাল-বাসি খাবার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেলা ১১টায় নগরীর বটতলা বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। অভিযানের সময় আলম স্টোর্সের গোডাউন তল্লাশী করে নিম্নমানের খেজুর ও মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় পাওয়ায় ২৫ হাজার টাকা, আমিন ব্রাদার্সে তল্লাশী চালিয়ে মেয়াদোত্তীর্ণ খেজুর ও সস পাওয়ায় ১০ হাজার টাকা এবং আলামিন স্টোরে মেয়াদোত্তীর্ণ লবণ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রমজানে খাদ্যপণ্যে ভেজাল ও কারচুপি রোধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। র্যাব ও পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৯/মাহবুব