বরিশালে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে রেড ক্রিসেন্ট সোসাইটি।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টিমার ঘাট রেড ক্রিসেন্ট কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক কর্মী ও নগরী বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে সেখানে বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট বরিশাল শাখার সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন হাওলাদার, বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট অফিসার এস.এম গোলাম মোস্তফাসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/হিমেল