বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনায় টানা ৫ম দিন ধর্মঘট শুরু করেছে রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে যথারীতি কাজে যোগ না দেয়ায় এসব মিলের উৎপাদন বন্ধ রয়েছে।
একই দাবিতে বিকাল ৪টা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিন ঘন্টা রাজপথ-রেলপথ অবরোধ করবে শ্রমিকরা। অবরোধের পাশাপাশি শ্রমিকরা রাজপথে নামাজ আদায় ও ইফতারি করবে।
গত রবিবার থেকে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মিলের উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে নামে বিক্ষুদ্ধ শ্রমিকরা। এদিকে, দাবি না মানলে আগামী ১৩ মে থেকে টানা ধর্মঘট অবরোধ কর্মসূচির ঘোষনা দিয়েছে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ নন সিবিএ পরিষদের নেতারা।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা লের আহবায়ক মো. মুরাদ হোসেন বলেন, বিজেএমসি'র অব্যবস্থাপনা, মাথাভারী প্রশাসন, অপ্রয়োজনীয় ব্যয় পাটকলগুলোকে লোকসানে ডুবিয়েছে। মিলের শ্রমিকদের বেতন-মজুরি বকেয়া থাকলেও বিজেএমসির কর্মকর্তারা তাদের বেতন-ভাতা উত্তোলন করছেন। তিনি বলেন, শ্রমিকদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
জানা যায়, রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের ৮ থেকে ১১ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়া পাওনার পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা। বকেয়া মজুরি না পেয়ে শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে রয়েছেন। এ কারনে বিক্ষুদ্ধ শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধসহ আন্দোলন কর্মসূচি পালন করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর