রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ৬৯ জন মাদবসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারদের কাছ থেকে ২৮৪৫ পিস ইয়াবা, ৭০৯ গ্রাম ৯৭০ পুরিয়া হেরোইন, এক কেজি ৩০ পুরিয়া গাঁজা, ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৩২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে ৫১টি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৯/মাহবুব