২০ মে, ২০১৯ ১৬:১৭

বরিশালে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন

বরিশালে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, আগাম ধানের মূল্য সহায়তা দিয়ে কৃষক পর্যায়ে ধান সংগ্রহ করা, চাল আমদানি বন্ধ করা এবং কৃষকের জন্য ধানের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারী উন্নয়ন সংস্থা খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের (খানি) উদ্যোগে সোমবার সকাল ১১ টায় নগরীর সদররোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জেলা মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে কৃষকদের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক লিংকন গায়েন, শওকত আলী বাদল এবং সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর