গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মৃত মো. সাব্দুল শেরপুর সদর থানার ঘুঘরাকান্দি এলাকার মৃত সফর উদ্দিনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শেরপুর থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাব্দুল ২০০২ সালের ২৩ জুন থেকে শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। পরে ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর সাব্দুলকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ পাঠানো হয়। এরপর থেকে তিনি এ কারাবন্দি ছিলেন।
বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাব্দুল। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার