১৮ জুন, ২০১৯ ০১:২৪

সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলা সংবিধান লঙ্ঘন : জাপা

নিজস্ব প্রতিবেদক

সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলা সংবিধান লঙ্ঘন : জাপা

ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেছেন, বর্তমান স্পিকারের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে আইন পেশায় যুক্ত থাকার পরও সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলে বিএনপির সংরক্ষিত আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা আইনের প্রতি অবজ্ঞা করেছেন। তিনি বর্তমান সংসদকে অসম্মান করার গুরুতর অপরাধও করেছেন। 

তিনি বলেন, উনারা কোন এজেন্ডা নিয়ে সংসদে এসেছেন তা আজ জনগণের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 

সোমবার রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে তিতুমীর কলেজ ছাত্রদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জয় বলেন, বিএনপি দেশের বিদ্যমান স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার জন্য তৎপর রয়েছে। তারা রাজপথে জনসম্পৃক্ততা না পেয়ে সংসদে এসে বিতর্কিত বক্তব্য দিয়ে দেশকে সহিংসতার দিকে ফেলে দিতে চায়। রুমিন ফারহানার মত নেতা-নেত্রীর বেফাঁস বক্তব্যই বিএনপিকে আজ জনবিমুখ করে তুলেছে। এসময় উপস্থিত ছাত্রদের অপরাজনীতি থেকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে জাপার পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূইয়া, যুব সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শফিকুল ইসলাম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/১৭ জুন, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর