বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, মুক্তিযোদ্ধা, দৈনিক সংবাদের স্পোর্টস এডিটর অজয় বড়ুয়া বৃহস্পতিবার গভীর রাতে লন্ডনে (বাংলাদেশ সময় সকাল ৯ঃ২০ মিনিট) মারা গেছেন।
দৈনিক সংবাদের হয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। দশ দিন যাবৎ লন্ডনে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান। বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে,এক ছেলে রেখে যান।
১৯৭৪ সালে তিনি দৈনিক সংবাদে ক্রীড়া সাংবাদিক হিসেবে যোগ দেন। প্রায় ৪৬ বছর ক্রীড়া সাংবাদিকতার সাথে তিনি যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খেলাধূলায় অবদানের জন্য
সম্মানসূচক ব্লু পেয়েছেন। জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদকও ছিলেন। তিনি ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় ছিলেন।
লন্ডন প্রবাসি তার ছেলে টুটুল জানিয়েছেন দ্রুত অজয় বড়ুয়ার মরদেহ দেশে এনে শেষক্রীয়া সম্পন্ন করা হবে।