সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্রুত রোগমুক্তি কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রংপুর মহানগর জাপা।
শুক্রবার আছর শহরের জুম্মাপাড়া করিম মিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে রংপুুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপার কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়, জেলা নেতা লোকমান হোসেন, জাহিদুল ইসলাম মিয়া আব্দুর রাজ্জাকসহ কয়েক হাজার নেতাকর্মী ও মাদ্রাসার এতিম শিশুরা অংশ নেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা ইদ্রিস।
এছাড়া মহানগরের প্রতিটি মসজিদেও এরশাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আন্তরিকতার সাথে বিশ্বমানের চিকিৎসা দেওয়ার জন্য সিএমএইচ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এইচ এম এরশাদকে নিয়ে গুজব না রটানোর জন্য আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন