চার কেজি স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ট্রাফিক হেলপারকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ দুপুর পৌনে ২টার দিকে এমদাদ হোসেন চৌধুরী (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল