রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জমজ মাথা নিয়ে জন্ম নেয়া শিশু রাবেয়া ও রোকেয়ার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার সময় জটিল এ অস্ত্রোপচার শুরু হয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় শেষ হয়।
অস্ত্রোপচারে হাঙ্গেরি থেকে আসা বিশেষজ্ঞদের ও সিএমএইচ’র নিউরো এ্যানেসথেসিওলজিস্টদের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, নিউরোসায়েন্স ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালের প্রায় শতাধিক সার্জন ও এনেসথেসিওলজিস্ট অংশগ্রহণ করেন।
ইতিপূর্বে রাবেয়া-রোকেয়ার দু’স্তরে ‘এন্ডোভাস্কুলার সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪৮টি ছোট বড় অস্ত্রোপচার হাঙ্গেরিতে সম্পন্ন করা হয়।
আইএসপিআর জানায়, এ ধরনের অস্ত্রোপচার সারা বিশ্বেই বিরল ঘটনা। এই অস্ত্রোপচারটি বাংলাদেশে সম্পন্ন হওয়ায় দেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা আরও বৃদ্ধি পেল। অস্ত্রোপচারের পর রাবেয়া এবং রোকেয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আগ্রহে পাবনার চাটমোহর এর রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির তিন বছর পনেরো দিন বয়সের এই দুই বাচ্চা ২০১৭ সাল থেকেই সহায়তা পেয়ে আসছিল।
বিডি প্রতিদিন/ফারজানা