১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:০৫

রংপুরের নিহত যুবলীগ নেতার স্ত্রীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

রংপুর প্রতিনিধি

রংপুরের নিহত যুবলীগ নেতার স্ত্রীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত জেলা যুবলীগের সভাপতি রাশেদুন্নবী জুয়েলের স্ত্রী শায়লা আকতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী স্টোর কিপার হিসেবে নিয়োগ পেয়েছেন।

শনিবার দিবাগত রাতে জুয়েলের স্ত্রী শায়লা আকতারের হাতে এ নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জুয়েলের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এ বিষয়ে উপাচার্যের একান্ত সচিব মো. আমিনুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ নেতা জুয়েলের পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় তার স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হন রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুন্নবী জুয়েল। তার এক ছেলে সন্তান রয়েছে। এর আগে জুয়েল জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর