গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নিয়েছে জিরাফের একটি পুরুষ বাচ্চা। আজ রবিবার পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বাসসকে এ তথ্য জানান। তিনি জানান, চলতি বছরের ২৭ আগস্ট বিকেলে পার্কের ভেতরে জিরাফের একটি পুরুষ বাচ্চাটি জন্ম নেয়। এটি বর্তমানে সাফারি পার্কের একমাত্র পুরুষ জিরাফ। জন্মের ১৫ থেকে ২০ দিন পর বাচ্চাটি তার মায়ের সঙ্গে বাইরে আসে।
এর আগে, ১০ থেকে ১৫ দিন মা জিরাফটি বাচ্চাকে বেস্টনিতে লুকিয়ে রাখে। বর্তমানে মা জিরাফ ও বাচ্চাটি সুস্থ রয়েছে। পার্কের ভেতরে বাচ্চাটিকে মা জিরাফের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। বাচ্চাটিসহ এ পার্কে ৬টি জিরাফ রয়েছে। এর মধ্যে এ বাচ্চাটিই একমাত্র পুরুষ জিরাফ। বাচ্চা ও মা জিরাফকে আলাদাভাবে যত্ন নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে পার্কের জিরাফ পরিবার ছিল পুরুষ শূন্য। আফ্রিকা থেকে ১২টি জিরাফ ২০১৩ ও ২০১৫ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছিল বলে পার্ক কর্তৃপক্ষ জানায়। সূত্র: বাসস
বিডি-প্রতিদিন/মাহবুব