রংপুরের হারাগাছে এক কলেজছাত্রীকে অপহরণের সময় অপহরণকারী দলের চারজনসহ অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদী হয়ে হারাগাছ থানায় আসাদুজ্জামান শুভকে প্রধান আসামি করে ছয় জনের নামে মামলা দায়ের করে। রবিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন হারাগাছ পৌর শহরের কাজীপাড়া কসাইটারী গ্রামের শুকুর আলী, নাসিম মাহমুদ, আলম মিয়া ও ধুমেরকুঠি পশ্চিমপাড়ার মাইক্রোচালক মনারুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানা পুলিশের ওসি একেএম নাজমুল কাদের বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলেজছাত্রী রংপুর থেকে প্রাইভেট পড়া শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলো। এ সময় সাহেবগঞ্জ-হারাগাছ সড়কের বটতলায় শুভর লোকজন অটোরিকশার চালকের পথরোধ করে। এ সময় অপহরণকারীরা অটোচালকের গলায় ছুরি ধরে কলেজছাত্রীকে অটো থেকে নামিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে অটোচালক চিৎকার দিলে পাশের ডিনারের ইটভাটায় কর্মরত শ্রমিকরা এগিয়ে এসে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে এবং তিন যুবক ও মাইক্রোচালককে আটক করে। পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে মাইক্রোবাসসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার দুপুরে আটক চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, অপহরণের মূলহোতা আসাদুজ্জামান শুভ বখাটে। তার বিরুদ্ধে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়া অপহরণকারী আটক তিন যুবক স্থানীয় বখাটে। এর মধ্যে দুইজন স্কুলছাত্র।
বিডি-প্রতিদিন/মাহবুব