বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে এ সরকারের আমলে বিদ্যুৎ খাতের প্রায় ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে ২২টি পদ্মা সেতু তৈরি করা যেত।
আজ রবিবার সকালে পিডিবির খুচরা বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে মোয়াজ্জেম হোসেন এ অভিযোগ করেন।
মোয়াজ্জেম হোসেন বলেন, সরকারি কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের দাম কম। কিন্তু পিডিবি সাশ্রয়ী উৎপাদনকারী বিদ্যুৎকেন্দ্র বন্ধ রেখে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনছে। এতে বিদ্যুতের ব্যয় বাড়ছে। বাড়তি ব্যয় মেটাতে গিয়ে এই সরকারের আমলে ৮ বার বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা