গুজব, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভা করেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সকাল ১১ টায় জেলা প্রশাসনের সভা কক্ষে ইমাম ও খতিবদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ডা. আব্দুস সালাম ও ইসলামিক ফাউন্ডেশনের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলী।
পরে একইস্থানে পুরোহিতসহ অন্যান্য ধর্মের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/এ মজুমদার