নোয়াখালীতে এই প্রথমবারের মতো খোলা বাজারে পিয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি’র ডিলাররা। সোমবার দুপুর থেকে প্রতি কেজি ৪৫ টাকা করে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমি ও চৌমুহনীতে একযোগে পিয়াজ বিক্রি শুরু হয়।
টিসিবি ডিলার জানান, এক দিন পরপর নির্দিষ্ট স্থানে পিকআপ ভ্যানে এ পিয়াজ বিক্রি হবে। প্রত্যেককে এক কেজি করে দেয়া হবে। যতদিন পিয়াজ মজুদ থাকবে ততদিন পর্যন্ত খোলা বাজারে বিক্রি অব্যাহত থাকবে।
সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে খোলা বাজারে পিয়াজ ক্রয় করতে আসা ভোক্তারা জানান, সম্প্রতি বাজারে পিয়াজের উর্ধগতি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের দুর্ভোগে ফেলে। প্রশাসন বিভিন্ন সময় বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করলেও নোয়াখালীর বাজারে এখনও প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। কিন্তু খোলাবাজারে বিভিন্ন জেলায় পিয়াজ বিক্রি করলেও নোয়াখালীতে বিক্রি করা হয়নি। দেরিতে হলেও প্রশাসনের উদ্যোগে খোলা বাজারে পিয়াজ বিক্রি শুরু হওয়ায় খুশি ক্রেতারা।
বিডি-প্রতিদিন/শফিক