হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৮ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ হিমেল খান নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
মঙ্গলবার কাস্টমস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইক-৫৮৪ যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসেন হিমেল খান নামে ওই যাত্রী। তার আসন নম্বর ছিল ০৫এ। হিমেলকে তল্লাশি করা হলে তার ব্যাগে ৭২ পিস স্বর্ণেরবার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। স্বর্ণের সর্বমোট ওজন আট কেজি ৪৫০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় চার কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে গণমাধ্যমকে বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, আটক যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন