শিরোনাম
- করাচিতে ভবন ধসে নিহত ১৪
- বাবাকে চিনতেনই না তরুণী, অতঃপর ২৩ বছর পর যেভাবে পুনর্মিলন!
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ২৪
- টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
রাজশাহীতে অবশেষে হচ্ছে মেডিকেল বর্জ্য শোধনাগার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী নগরীর মেডিকেল বর্জ্য পরিশোধনের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ নিয়ে রাসিক ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। খুব শিগগিরই প্রিজমের কর্মীরা নগরীর মেডিকেল বর্জ্য অপসারণের কাজ শুরু করবে। রবিবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে রাসিকের পক্ষে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও প্রিজমের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক খোন্দকার আনিসুর রহমান স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তি অনুযায়ী, নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকের আউট হাউজ মেডিকেল বর্জ্য পরিবেশসম্মত উপায়ে সংগ্রহ করে পরিশোধন করবে প্রিজম।
রাজশাহীতে সড়কে মেডিকেলের বর্জ্য শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের পাশের সড়কে খোলা জায়গায় মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নগরবাসী। তবে নির্ধারিত জায়গা না পাওয়ায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকরা সিটি করপোরেশনকে দায়ী করেছিলেন। এরপরই সিটি করপোরেশন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় হয়। এ অবস্থায় মেডিকেল বর্জ্য অপসারণের উদ্যোগ স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনারও একটি উদ্যোগ।
সিটি করপোরেশন জানিয়েছে, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় হাসপাতাল-ক্লিনিকিগুলোতেই ধরণ অনুযায়ী নির্দিষ্ট রঙের পাত্রে বর্জ্য আলাদা করে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে। এতে রোগী এবং তার স্বজনদেরও ঝুঁকি কমবে। প্রিজমের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীরা স্বাস্থ্যসম্মত উপায়ে বর্জ্য সংগ্রহ করে নিয়ে যাবে। পরবর্তীতে সেসব বর্জ্য পরিশোধন করা হবে। এর মাধ্যমে পরিবেশ দূষণও হ্রাস হবে।
প্রিজমের সঙ্গে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। এটি একটি শুভ সূচনা। প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নিজস্ব কর্মচারীরা মেডিকেল ও ক্লিনিক থেকে বর্জ্য সংগ্রহ করবে, তাদের ভ্যানে করে প্ল্যান্টে নিয়ে যাবে এবং পরিশোধন করবে। এতে করে সিটি করপোরেশনের নাগরিকরা মেডিকেল বর্জ্যের কারণে যে স্বাস্থ্যঝুঁকিতে আছেন, সেটা কমে যাবে। স্বাস্থ্য ঝুঁকিমুক্ত থাকবেন নগরবাসী।
বিডি-প্রতিদিন/মাহবুব
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর