১৯ জানুয়ারি, ২০২০ ০১:৫১

সাংবাদিক আবাদুজ্জামান শিমুলের ওপর হামলা, ক্র্যাবের নিন্দা

অনলাইন ডেস্ক

সাংবাদিক আবাদুজ্জামান শিমুলের ওপর হামলা, ক্র্যাবের নিন্দা

ফাইল ছবি

বাংলানি‌উজের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুলের ওপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

শনিবার (১৮ জানুয়ারি) ক্র্যাবের দফতর সম্পাদক শহিদুল ইসলাম রাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সাংবাদিক আবাদুজ্জামান শিমুল ক্র্যাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন।

ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের। যা আমাদের কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর