নকলমুক্ত ও সুষ্ঠু সুন্দর পরিবেশে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বরিশালে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শুক্রবার বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নূর-ই এলাহী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর উদ্দিন আহমেদ সহ এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রের সচিব এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা ২০২০ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/হিমেল