শিরোনাম
২৯ জানুয়ারি, ২০২০ ০২:০০

সাবেক সচিবদের অভিজ্ঞতা কাজে লাগাতে সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

সাবেক সচিবদের অভিজ্ঞতা কাজে লাগাতে সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ

ফাইল ছবি

সরকারের সাবেক সচিবের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর জন্য একটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।এজন্য সাবেক সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক ও হেদায়েতুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

হেদায়েতুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, গত সোমবার শিল্পকলা একাডেমিতে সরকারের সাবেক সচিবদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার। এতে সরকারের ৪২ জন সাবেক সচিব অংশ নেন। আলাপচারিতায় সাবেক সচিবের অনেকেই দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে সবাই একমত হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত  নেন। 

এরই পরিপ্রেক্ষিতে সর্বসম্মতভাবে একটি অরাজনৈতিক, সেবা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান গঠন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির একটি খসড়া গঠনতন্ত্র পূরণের জন্য ৫ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর