কুমিল্লায় ভালোবাসা দিবসে সিঙ্গেলদের মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল সিঙ্গেল স্কোয়াড ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার কান্দিরপাড় পূবালী চত্বরে মিছিল ও মানববন্ধন করেন তারা।
ন্যাশনাল সিঙ্গেল স্কোয়াড আহ্বায়ক মাসুদ ফারাবী বলেন, প্রেমের নামে শিক্ষার্থীরা ভুল পথে হাঁটছে। স্কুল, কলেজ ও প্রাইভেটের নামে তারা পার্কে পার্কে ঘুরে। একদিনের ভালোবাসা নয় ৩৬৫ দিনের ভালোবাসা চাই।
এ সময় তারা ‘আইলো এবার আইলোরে- সিঙ্গেলরা আইলোরে’ ‘একটা একটা কাপল ধর- ধইরা ধইরা সিঙ্গেল কর’ ‘একটা একটা ডাবল ধর- ধইরা ধইরা সিঙেল কর’ বলে স্লোগান দেন।
বিডি প্রতিদিন/হিমেল